রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই।গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য: বৃক্ষপ্রেমী আখতার হামিদ

অক্টোবর ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সবাই বৃক্ষপ্রেমী হতে পারে না।এর জন্য প্রয়োজন স্বচ্ছ, ত্যাগী মনমানসিকতা।এমন মানসিকতাকে কাজে লাগিয়ে নিজের শখ প‚রণ করতেই ছুটির দিনে সরকারি চাকুরীজীবি আখতার হামিদ বিভিন্ন প্রকার গাছ রোপণ করে থাকেন।ফলে দিনাজপুরের মানুষ আখতার হামিদকে বৃক্ষপ্রেমী বলেন।নানা প্রজাতির গাছ, ফলদ-বনজ, সৌন্দর্য বর্ধক গাছ লাগানোই তার জীবনে সবচেয়ে বড় শখ। আখতার হামিদ দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকায় বসবাস করেন।গাছ মানুষের বন্ধু।গাছ নানাভাবে আমাদের উপকার করে।খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই।গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই।গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। বৃক্ষপ্রেমী আখতার হামিদের সাথে কথা হলে তিনি বলেন, আমি সরকারী চাকরি করি তাই ছুটির দিনে বা অবসর সময় পেলেই...