রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্টিত হয়।গতকাল সোমবার (১২ জুন) ১ম খেলায় সফররত মাগুরা ৩-০ গোলে নওগাঁ জেলাকে হারায়।বিজয়ী দলের পক্ষে উম্মে কুলসুম ২টি ও ফারজানা ১টি গোল করেন।দিনের অন্য খেলায় রাঙ্গামাটি পাইম্রাউ এর হ্যাট্রিকের সুবাদে ৪-২ গোলে মাদারীপুর জেলাকে হারায়।বিজয়ী দলের পক্ষে পাইম্রাউ ৩টি ও অংথুইমা ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে ফাইজা বেগম ও তমা আকতার ১টি করে গোল করেন।রেফারীর দায়িত্ব পালন করেন শোহানা খাতুন ও আব্দুল খালেক।বাফুফের প্রতিনিধি জানান পয়েন্ট তালিকা অনুযায়ী এ গ্রুপে রাঙ্গামাটি, মাগুরা জেলা ও বি গ্রুপে রংপুর জেলা সেমিতে উঠেছে।আজকের ১ম খেলায় কিশোরগঞ্জ ও ফেনী জেলা, ২য় খেলায় স্বাগতিক রাজশাহী ও রংপুর জেলা অংশ নেবে। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী। ...জুন ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী রেল স্টেশনের ডিপো থেকে তেল পাচারকালে একটি তেলের ওয়াগান হাতেনাতে ধরা হয়েছে।এ সময় ২৫০ লিটার ডিজেল জব্দ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।রবিবার (১১ জুন) বিকালে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এ কমিটিকে।কমিটির সদস্যরা হলেন-রেলের এসিও (দক্ষিণ) মো. ফারহান মাহমুদ, এসি আরএমবি মো. আরিফুল ইসলাম ও এমওবি (পাকশী) গোলাম মোস্তফা।জানা গেছে, গত ৫ জুন আরএমসির মাধ্যমে ঈশ্বরদী থেকে ৪৮৫৫ নং বিটিএমের মাধ্যমে ২৫ হাজার লিটার তেল এসএসএই ই/লোকো রাজশাহীর অধীনে আসে।সেই তেল ৬ জুন খালাস হয়।এরপর থেকে তেলের ওয়াহানটি খালাস অবস্থাতেই ছিল।পরে এসএসএই ই/লোকোর ইনচার্জ পুনরায় তেল আনার জন্য খালাস গাড়ির মেমো স্টেশন মাস্টারকে...জুন ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- নাটোরের বাগাতিপাড়ায় আব্দুলপুর থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. মফিজুর রহমান (৫৫) ও সাবিনা বেগম (৪২) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।রোববার (১১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজারস্থ দোডাঙ্গি এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মফিজুর রহমান উপজেলার জামনগর পশ্বিমপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে ও সাবিনা তার স্ত্রী।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন ঘটনার সততা নিশ্চিত করে জানান, উপজেলার মাড়িয়া গ্রামের শ্বশুর শুকটা প্রামাণিকের বাড়ি থেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেলযোগে মফিজুর রহমান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি জামনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।পথে দোডাঙ্গী অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় আব্দুলপুর...জুন ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১১ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-৪ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ১ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...