রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সুখান দিঘি ভরাটের প্রতিবাদে মনববন্ধন

মার্চ ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সুরা এলাকার ঐতিহ্যবাহী  সুখানদিঘি পুকুরটি নগরীর চিহিৃত ভূমিদস্য ও প্রভাবশালী মহল দ্বারা ভরাটের প্রতিবাদে মনববন্ধন করেছে এলাকাবাসী ও দিঘিটির(পুকুরটি) ওয়ারিশরা।  বুধবার ১৫ মার্চ বেলা ১১টায় দিঘিটির পাড়ে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহানগরীর পুরনো ঐতিহ্যবাহী শুকান দিঘিটি সংরক্ষিত জলাধার হওয়ার পরেও এলাকার চিহিৃত ভূমিদস্য ও প্রভাবশালী মহল ক্ষমতাশীন দলের প্রভাব খাটিয়ে  ভরাট করছে, যা সম্পূর্ণ বেআইনি। অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান অনুযায়ী নগরীর সুখান দিঘি সংরক্ষিত জলাধার। উচ্চ আদালতের নির্দেশনায় এই পুকুরটি ভরাট না করতে নির্দেশনাও রয়েছে। তারপরও স্বার্থন্ন্যাসী একটি প্রভাবশালী মহল দিঘিটি ভরাট করে দোকান ঘর...

রাজশাহী মহা-নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদক দ্রব্য উদ্ধার

মার্চ ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১৪ মার্চ ২০২৩) রাজশাহী মেট্রো-পলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহা-নগরীর থানা ও ডিবি পুলিশ মহা-নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-৩ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ৭ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১১.০৫ গ্রাম হেরোইন, ৭ পিস ইয়াবা ও ৪৫ লিটার দেশী মদ উদ্ধার হয়। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...