সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরের খানসামায় পারিবারিক কলহে একই রশিতে স্বামী-স্ত্রীর আত্বহত্যা

জানুয়ারি ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ- দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের মারগা গ্রামে পারিবারিক কলহে একই রশিতে স্বামী-স্ত্রী গলায় ফাস দিয়ে আত্বহত্যা করেছে।খানসামা থানার ওসি চিত্ত রজ্ঞন জানান, আজ (১লা জানুয়ারী) রোববার সকালে এলাকাবাসি খবর দিলে সোয়ার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করেন। নিহত দুই জন হলেন, আব্দুর রহিমের পুত্র রবিউল (৩৪) ও স্ত্রী সামসুন নাহার (৩২)।তাদের ৯ মাসের একটি শিশু কন্যা রয়েছে।১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল।সংসারে অনটনের কারনে প্রায় সময় বিবাদ লেগে থাকতো বলে স্থানীয়রা জানায়।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।এ ব্যাপারে আরো অধিক তদন্ত করা হচ্ছে বলে ওসি চিত্ত রজ্ঞন জানান। IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর। ...

জাতীয় সাংবাদিক সংস্থা’র পুনর্মিলনী ও বন-ভোজন সম্পূর্ণ

জানুয়ারি ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ- সংবাদ বিজ্ঞপ্তি:- জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য তাদের পরিবার বর্গের পুনর্মিলনী ও বনভোজন সম্পূর্ণ হয়েছে।গতকাল ৩০ডিসেম্বর রংপুর বিভাগের দিনাজপুর জেলায় স্পপ্নপুরী বিনোদন কেন্দ্রে রাজশাহী বিভাগের আটজেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক সংস্থার সদস্য ও তাদের পরিবার বর্গের সদস্যদের নিয়ে এ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়। আয়োজিত বনভোজনে সব বয়সীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।ছোটদের বিস্কিট খেলা, বাস্কেটে বলফেলা।নারীদের জন্য ছিলো বালিশ খেলা ও বুড়ীর হাসমারা।পুরুষদের জন্য ছিল হাড়িভাঙ্গা ও বাস্কেটে বলফেলাসহ কয়েকটি প্রতিযোগিতা।পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে থেকে র‍্যাফেল ড্রএর মাধ্যমে ৩১টি পুরস্কার প্রদান করা হয়।বনভোজনে...