সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১১, ২০২২
নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১০ নভেম্বর ২০২২) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৮ গ্রাম হেরোইন, ১২ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...নভেম্বর ১১, ২০২২
নিউজ ডেস্কঃ রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নর্থজোনের রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল শুক্রবার (১১ নভেম্বর) সফররত পঞ্চগড় জেলা উইকেটে ১ উইকেটে বগুড়া জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বগুড়া জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২১ রান।বগুড়ার পক্ষে সর্বোচ্চ রিয়াদ কাজি ২৫ ও সমশেদ ১৮ রান করেন।পঞ্চগড়ের পক্ষে মাহিন আফসার ৫, সামাউল ইসলাম ২২ ও সাদমান সাকিব ৩৫ রানে ২টি করে উইকেট নেন।পঞ্চগড় জেলা ১২২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ৯ উইকেট হারিে টার্গেট পুর্ন করে( ১২২ রান)।ড়ঞ্চগড়ের পক্ষে সর্বোচ্চ আরিফিন নুর ২২, তানহা জাকির ৪২ ও সাদমান সাকিব ২৩ রান করেন।বগুড়ার পক্ষে সিউম রহমান ২৭ রানে ২টি, আতিকুল ইসলাম ২৫ রানে ৩টি উইকেট নেন।ম্যান অব দা ম্যাচ নির্বাচত হন...