সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১০, ২০২১
নিউজ ডেস্কঃ স্টাফ রিপোর্টারঃ সেফটি ট্যাংকের মুখে স্ল্যাব না দেয়ায় ঘটছে দুর্ঘটনা।দিনাজপুর শহরোস্থ রামনগরে মাঠের পাশেই নির্মাণ করা হচ্ছে একটি বিল্ডিং।বিল্ডিংটি শুধুমাত্র প্রাচীরে ঘেরা।জমির মালিক সুভ্রা সাহা বিল্ডিং এর পাশে ৩০ ফুটের একটি ২টি সেফটি ট্যাংক বসিয়েছেন।তবে সেফটি ট্যাংকের মুখে এখন পর্যন্ত কোন স্ল্যাব বসানো হয়নি।ফলে ঘটছে প্রতিনিয়ত দুঘর্টনা।জানা গেছে, বিল্ডিংটির পাশের সেই ২টি সেফটি ট্যাংকের মুখ ৫ বছর ধরেই খোলা পড়ে আছে।গত মঙ্গলবার বিকালে (০৯-১১-২১) তারিখে ১টি গরুর বাছুর উক্ত সেফটি ট্যাংকে পড়ে যায়।স্থানীয় এলাকাবাসী দিনাজপুর ফায়ার সার্ভিস কর্তৃ-পক্ষকে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশন এর অফিসার মোঃ মেহ্ফুজ তানজির ফোর্স নিয়ে বাছুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।স্থানীয় প্রতিবেশীরা উক্ত জমির মালিক সুপ্রা সাহাকে সেফটি ট্যাংকির উপর স্ল্যাব...