সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৭৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আপডেটঃ ৩:০৪ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২২

নিউজ ডেস্কঃ

ডিএমপি নিউজঃ রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ৭৫০০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।গ্রেফতারকৃতদের নাম-জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন ও মোঃ আজিম উদ্দিন।রবিবার (৩০ জানুয়ারি ২০২২) রাত ৮:৩০টায় শেরেবাংলা নগর থানার মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী শেরেবাংলা নগর থানার মানিক মিয়া এভিনিউ এলাকার ধানমন্ডি গভঃ হাই স্কুলের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে জামাল, মহিউদ্দিন ও আজিমকে গ্রেফতার করা হয়।

৭৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

এসময় তাদের হেফাজত হতে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

IPCS News : Dhaka : ডিএমপি নিউজঃ