৬০টি মনোনয়ন পত্রের মধ্যে বৈধ ৩৬টি অবৈধ ১৭ টি, পেন্ডিং ৭ টি
আপডেটঃ ১০:৪৩ অপরাহ্ণ | ডিসেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর ৬টি আসনে জমা পড়া ৬০ টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৩ ডিসেম্বর রোববার ৩৬টি মনোনয়ন পত্রকে বৈধ, ১৭টি মনোনয়ন পত্রকে অবৈধ এবং ৭টি মনোনয়ন পত্রকে পেন্ডিং ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার।এর মধ্যে ১ আসনে জমা পড়া ১১মনোনয়ন পত্রের মধ্যে বৈধ ৬টি অবৈধ ৪টি ও পেন্ডিং ১টি।সদর ২ আসনে জমা পড়া ১৩টি মনোনয়ন পত্রের মধ্যে বৈধ ৭টি অবৈধ ৫টি ও পেন্ডিং ১টি।৩ আসনে জমা পড়া ১১টি মনোনয়ন পত্রের মধ্যে বৈধ ৬ টি, অবৈধ ৩টি,ও পেন্ডিং ১টি।৪ আসনে আসনে জমা পড়া ৭টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ ৩, টি অবৈধ ১টি ও পেন্ডিং ৩টি।৫ আসনে আসনে জমা পড়া ৯টি মনোনয়ন পত্রের মধ্যে বৈধ ৬টি, অবৈধ ২টি ও পেন্ডিং ১টি।৬ আসনে আসনে জমা পড়া ৯টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ ৭টি ও অবৈধ ২টি।
১ আসনে :- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রোববার যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।বাতিলকৃতরা হলেন, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, গোলাম রাব্বানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়া ও চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া।
এছাড়াও সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।এরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএফ দলের প্রার্থী আল-সাআদ, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির প্রার্থী নুরুন্নেসা, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টি থেকে শামসুদ্দীন মন্ডল ও বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবু।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে, রাজশাহী-১ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানান, স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের সাক্ষরসহ তালিকা জমা দিতে হয়।
এর মধ্যে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া তিনটি ভোটারের নমুনা পাওয়া যায়নি।আর একজন ভোটার নয়।এছাড়াও ললিতা মান্ডি নামের একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের ভোটার।অপরদিকে, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়া দেওয়া সাক্ষরের সাতটি ভোটারের তথ্য পাওয়া যায়নি।
গোলাম রাব্বানীর দেওয়া তিনজন ভোটারের ঠিকানা এবং আকখতারুজ্জামান আখতারের নয়জন ভোটোরের সঠিক তথ্য পাওয়া যায়নি।রাজশাহী সদর আসনে ২:- রাজশহী-২ (সদর) আসনে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
রোববার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।একই সঙ্গে সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।এছাড়াও ঋণখেলাপীর কারণে বিকেল ৩টা পর্যন্ত প্রক্রিয়াধীন রাখা হয়েছে।এ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, রোজাউন নবী আল মামুন, জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন বাচ্চু ও মো. মনিরুজ্জামান।
রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানান, বাতিল হওয়াদের মধ্যে শাফিকুর রহমান বাদশার মনোনয়নপত্র অসম্পন্ন।আর আবু রায়হান মাসুদের দেওয়া আটজন ভোটারের তথ্য এবং রেজাউন নবী আল মামুনের নমুনা সাক্ষর সঠিক নয়।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিনের মনোনয়নপত্র অসম্পন্ন এবং মনিরুজ্জামান তিনটি আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপী।
অপরদিকে, ঋণখেলাপীর দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ শামীম মনোনয়নপত্র বিকেল ৩টা পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে।যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও তাদের দলীয় প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, বিএনএম এর প্রার্থী কামরুল হাসান, মুক্তিজোট প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব ও বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মারুফ শাহরিয়ার।
রাজশাহী-৩ আসনে:- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রোববার সকালে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।একই সঙ্গে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং দুইজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে।এ আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি নেতা শাহবুদ্দিন বাচ্চু, মোহাম্মদ নিপু হোসেন ও গণফন্ট প্রার্থী মনিরুজ্জামান স্বাধীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এদের মধ্যে শাহবুদ্দিন অসম্পন্ন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও নিপু হোসেনের ভোটার তালিকা অসম্পর্ণ এবং মনিরুজ্জামান তিনটি আর্থীক প্রতিষ্ঠানের ঋণখেলাপী।এছাড়াও মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে এনপিপির সইবুর রহমান ও মুক্তিজোটের এনামুল হকের।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, বিএনএম এর মনোনিত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান একেএম মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির সোলাইমান হোসেন ও আব্দুস সালাম খান, বিএনএফের বজলুর রহমান।
রাজশাহী-৪ আসন:-রাজশাহী-৪ (বাগমারা) আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।একই সঙ্গে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং দুইজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে।এ আসনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক এমপি ও বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হানের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।আর পেন্ডিং রাখা হয়েছে এনপিপর প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না ও জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামানিকের।
আর নমুনা স্বাক্ষার সঠিক না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাবুল হোসেন।রাজশাহী-৫ আসন:- রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।একই সঙ্গে একজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়।এছাড়াও ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল, পেন্ডিং ও বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।তিনি জানান, রাজশাহী-৫ আসন থেকে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।এর মধ্যে দুইটি বাতিল করা হয়েছে।আর পেন্ডিং রাখা হয়েছে একটি।এছাড়াও ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বাক্ষরযুক্ত ভোটারদের তালিকায় গড়মিল ও একটি মামলার তথ্য অসম্পুর্ণ থাকায় আহসান উল হক মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এছাড়াও একটি নমুনা স্বাক্ষর সঠিক না হওয়া ও একটি মামলার তথ্য উপস্থাপন না করায় ওবায়দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আর্থীক প্রতিষ্ঠানে পাওনা থাকায় আলতাব হোসেন মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে।মনোনয়নপত্র বাতিল হওয়া দুইজনের মধ্যে আহসান উল হক মাসুদ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহসভাপতি।
যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, বর্তমান এমপি ডা. মনসুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন, গণফ্রোন্টের প্রার্থী মোখলেসুর রহমান, জাকের পার্টির শরিফুল ইসলাম ও বিএনএম এর প্রার্থী শরিফুল ইসলাম।
রাজশাহী ৬ আসন:- রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।একই সঙ্গে সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।তিনি জানান, রাজশাহী-৫ আসন থেকে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে দুইটি বাতিল করা হয়েছে। আর সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।রিটার্নিং অফিসার বলেন, স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম যে স্বাক্ষরযুক্ত যে ভোটার তালিকা দিয়েছেন তাদের মধ্যে নয়জনের তথ্য সঠিক নয়।অপর স্বতন্ত্র প্রার্থী ইসরাফীল বিশ্বাস মনোনয়নপত্রের সাথে সমর্থকসূচক স্বাক্ষর পর্যাপ্ত ছিলনা।
এছাড়াও এ আসনের বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি রায়হানুল হক রায়হান, বিএনএম এর প্রার্থী আব্দুস সামাদ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, এনপিপির মোহসীন আলী, জাসদের জুলফিকার মান্নান জামি।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।