৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তা-গণের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আপডেটঃ ২:৪৯ অপরাহ্ণ | মে ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- গত বৃহস্পতিবার (১৬ মে ২০২৪) নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে মনোহরদী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশন অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকিত করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর যুগ্ম-সচিব (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার।নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ বদিউল আলম মহোদয়ের সভাপতিত্বে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব হাছিবা খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা, জনাব মো: মুশফিকুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) মো:ফরিদুল ইসলাম, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফজল এ খোদা, নরসিংদী জেলার নির্বাচন কর্মকর্তা, জনাব রবিউল আলম, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব আবুল কাশেম ভূইয়া।
প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি গুরুত্ব আরোপ করেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।