৪ বছরের শিশু আলিফ ও আবু কালাম মৃত্যু যন্ত্রণায়, ছটফট করছে হাসপাতালে
আপডেটঃ ১:৫৮ অপরাহ্ণ | জুন ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জমির ঘাসকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে কালিকাপুর তেলিপাড়া ২নং সুন্দরবন ইউনিয়ন দিনাজপুরে।থানার অভিযোগ সূত্রে জানা গেছে আবু কালাম এর বাড়ির পূর্ব পাশে ফুলবন সিনিয়র দাখিল মাদ্রাসার জমি লিজ নিয়ে জমিতে নেপোলিয়ান ঘাসের চাষ করেন ও বাজারজাত করেন।জমিতে ঘাসের চাষ করার পর হতেই প্রায় সময় প্রতিবেশী মো. সাবুল হোসেন এর পুত্র আরিফ ,মৃত খয়রুদ্দিনের পুত্র ইয়াকুব আলী, মোছা. ফাতেমা বেগম, ইয়াকুব আলির স্ত্রী হালিমা বেগম গ্যেংদের লোলুপ দৃষ্টি পরে এবং তাদের গৃহপালিত গরু উক্ত জমিতে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়।প্রায়শই তারা বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করে আসছে, গত ১ জুন ২০২৩ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আবু কালাম এর লিজকৃত জমিতে ইচ্ছাকৃত ভাবে আবাদি ঘাসের জমিতে তাহাদের গরু গুলিকে ছেড়ে দেয়, তাদেরকে গরু বেধে রাখতে অনুরোধ করেন আবু কালাম।
এতে তারা ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি করে গরু গুলি নিয়ে চলে যায়, পরদিন ২ জুন ২০২৩ সকাল আনুমানিক ১১.৩০ মিনিট সময়ে পরিকল্পিত ভাবে অভিযোগে উল্লেখিত ৯ জন আবু কালাম এর বসতবাড়িতে অনধিকার প্রবেশ ও আসবাবপত্র ভাঙচুর করে।
আনুমানিক ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে তারা, আলমারির ভিতর রক্ষিত সোনার ১ ভরি ওজনের হাতের বালা কানের ঝুমকা যাহার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করলে জমি ঘেরার নেট এর লায়লনের জাল দিয়ে শরীরে পেঁচিয়ে বেধে ফেলে আবু কালামকে দেশীয় অস্ত্র দ্বারা ব্যাপক প্রহার করা হয়।
তার ভাই আব্দুস সালাম, ৪ বছর বয়সের ভাতিজা আলিফ দৌড়িয়ে আসলে তাকেও বেধড়ক প্রহার করা হয়।বটি দারা গলায় পোচমারে গলার চামড়া কেটে যায়।মা ওমেদা বেওয়া, ভাগনি মোছা. মিমি তাদেরকেও বেধড়ক প্রহার করলে রক্তাক্ত জখম হন তারা।এই পরিবারকে হত্যা করার পরিকল্পনা ছিল তাদের এলাকাবাসী এগিয়ে আসলে সেখান থেকে তারা সটকে পরে।
এলাকাবাসীর সহযোগিতায় তাদের এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এর মধ্যে ৪ বছরের শিশু আলিফ ও আবু কালাম আশংকা জনক অবস্থায় রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম তানভির জানান,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।