৩৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি
আপডেটঃ ৩:৪৪ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।গ্রেফতারকৃতের নাম মোঃ জসিম সরকার। জসিমের বাড়ি কুমিল্লার দেবীদ্বার।তাকে শুক্রবার (৪ মার্চ ২০২২) রাত ০৯:০৫ টায় যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করে ডিবি মিরপুর জোনাল টিম।অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একব্যক্তি পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টা করলে জসিম নামের একজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, পরবর্তী সময়ে জসিমের হেফাজতে থাকা একটি পিকভ্যানে বিশেষ কৌশলে ফিটিং করা ক্যাবিন ও ডালার মধ্য থেকে তার নিজ হাতে বাহির করে দেয়া ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ও রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ন-১১-২৮৮৯ পিকআপ ভ্যানটি।যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, পিপিএম-বার এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টিম লিডার) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
IPCS News : Dhaka : ডি এম পি মিডিয়া সেল।