৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আপডেটঃ ৮:৩৭ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- বৃহস্পতিবার (২০ জুলাই) পুলিশ লাইনের মহানগর পুলিশের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল খালেক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ এডিশনাল আইজিপি মীর রেজাউল আলম ও মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান।
আলোচনা সভার শুরুতে নগরীর ভেড়ীপাড়ার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালি শেষে আনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য সম্মানিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
IPCS News : Dhaka : কবীর তুহিন : রাজশাহী।