২৭দিন বন্ধের পর আন্তঃ ট্রেন চলাচল শুরু
আপডেটঃ ২:৪০ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দীর্ঘন২৭দিন বন্ধের পর আজ ১৫ আগস্ট থেকে রাজশাহী থেকে ঢাকা রুটে চলচল শরু হয়েছে সকল আন্তঃনগর ট্রেন।রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল কোন আন্তঃনগর ট্রেন না ছাড়লেও বিকাল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস এবং রাত ১১•২০ মিনিটে চছাড়বে আন্ঝনগর ধুমকেতু।পশ্চিম রেলের চীপ অপারেটিং অফিসার (সিওপিএস) আহাসান আলী ভুঁইয়া ট্টেন চলাচলের বিষশটি নিশ্চিত করে বলেন, ১২ আগস্ট সোমবার থেকে ট্রেন চলাচল করছে।তবে প্রথম দিন চলাচল করে মালবাহী ট্রেন,১৩ আগস্ট মঙ্গলবার থেকে চলাচল শুরু হয়েছে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন এবং আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল।আর ১২ আগস্ট বিকাল থেকে অনলাইন ও কাউন্টার থেকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হচ্ছে।
পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আহম্মদ মাসুদ (অ,দা) বলেন,মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয় না।মাল ও জ্বালানিবাহী ট্রেনও চাহিদা থাকলে যেকোনো সময় চালানো যায়।কিন্তু দূরপাল্লার আন্তনগর ট্রেন চালাতে নানা আয়োজন লাগে।এ জন্যে প্রথমে মাল ও জ্বালানি তেলবাহী এবং স্বল্প দূরত্বের ট্রেন চালানোর সিদ্ধান্ত হয় আজ থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেন চালু করার মতো সব ধরনের প্রস্তুতি ও লোকবল রয়েছে।রেলের লাইন কিংবা ট্রেন চালানোর কোনো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়নি।কিন্তু উচ্চপর্যায়ের নির্দেশনা না পাওয়ায় রেল মন্ত্রণালয়ের সচিব ও রেলের মহাপরিচালক ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না।রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে।
এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে।আন্তদেশীয় ট্রেনগুলো ১৮ জুলাই থেকে বন্ধ করার পর আর চালু হয়নি।এ ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা ছাড়া এসব ট্রেন এখনই চালু করা যাবে না।সারা দেশে ট্রেনে প্রতিদিন চলাচল করেন প্রায় আড়াই লাখ যাত্রী।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।