সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

২২তম রাষ্ট্রপতি হচ্ছেন দুদকের সাবেক কমিশনার “মোহাম্মদ সাহাবুদ্দিন”

আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৩

নিউজ ডেস্কঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত দুদকের সাবেক কমিশনার “মোহাম্মদ সাহাবুদ্দিন” হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি পদে তিনিই একমাত্র প্রার্থী হওয়ায় এখন আর ভোটের প্রয়োজন হচ্ছে না।তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।কারণ, তিনি আমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।সমস্ত অনুমান, জল্পনাকল্পনা ভুল প্রমাণ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করল আওয়ামী লীগ।জাতীয় নির্বাচনের আগে এবার রাষ্ট্রপতি নির্বাচনের দিকে সবার নজর ছিল।

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি ? এ নিয়ে ক্ষমতাসীন দলের অনেকের নাম নিয়ে নানা আলোচনা হচ্ছিল।সব আলোচনাকে ছাপিয়ে অনেকটা চমকের মতো এসেছে মনোনীত প্রার্থীর নাম।আর কোনো প্রার্থী না থাকায় মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণার অপেক্ষা মাত্র।

বিধান অনুযায়ী, আগামীকাল সোমবার প্রার্থিতা বাছাইয়ে প্রার্থীর মনোনয়ন বৈধ বিবেচিত হলে নির্বাচন কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করবে।নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম জানান, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় আজ রোববার বিকেল ৪ টা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কারও মনোনয়নপত্র জমা পড়েনি।

আগামীকাল সোমবার দুপুরের মধ্যে প্রার্থিতা বাছাইয়ের পর নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানাবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেন।

IPCS News : Dhaka :