সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

২য় জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের ফল: ফাইটার রাজশাহী চ্যাম্পিয়ন

আপডেটঃ ১২:৩৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সুপার লীগের খেলায় ফাইটার রাজশাহী ও মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ ফুটবল একাডেমী গোল শুন্য ড্র করে।ফলে সুপার লীগের সর্বোচ্চ ১০ পয়েন্ট পেয়ে ফাইটার রাজশাহী চ্যাম্পিয়ন ও শেখ রাসেল ফুটবল একাডেমী ৯ পেয়েন্ট পেয়ে রানারআপ হয়েছে।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিগন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিভূতি ভূষণ ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি কল্যান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোস্তাক হোসেন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক মাহমুদ আলী বাবু, রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও রাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপনসহ অন্যান্য কর্মকর্তাগন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।