সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

১৮ মে পদত্যাগ করবেন রাজশাহী সিটি মেয়র

আপডেটঃ ৯:৩৭ অপরাহ্ণ | মে ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ১৮ মে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।সিটি করপোরেশন নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দেবেন ২১ মে।বুধবার নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ কথা বলেন।২১ জুন অনুষ্ঠেয় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন এ এইচ এম খায়রুজ্জামান।তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।নিয়ম অনুযায়ী মেয়রকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই পদত্যাগ করতে হবে।রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে।কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বিএনপি।এ জন্য দলটি মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী ঘোষণা করবে না।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ভাই সাঈদ হাসান কয়েক দিন আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।অবশ্য এখনো তিনি তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত করেননি।দুপুরে মতবিনিময়কালে খায়রুজ্জামান বলেন, প্রতিদ্বন্দ্বিতা যে রকমই হোক, নিয়ম অনুযায়ী তাঁকে মেয়রের পদ থেকে পদত্যাগ করতে হবে।

তিনি ১৮ মে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।আর ২১ মে মনোনয়নপত্র দাখিল করবেন।এই নির্বাচনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

২৩ মে অথবা এর আগে যেকোনো দিন (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।এরপর মনোনয়নপত্র বাছাই করা হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থীরা ১ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।২ জুন প্রতীক বরাদ্দ করা হবে।ভোট গ্রহণ করা হবে ২১ জুন।

এ এইচ এম খায়রুজ্জামান ২০০৮ সালে প্রথম রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।এরপর ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেনের কাছে হেরে যান।২০১৮ সালের ৩০ জুলাই পুনরায় মেয়র নির্বাচিত হন এ এইচ এম খায়রুজ্জামান।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।