১৭ মার্চ উপলক্ষে মদন পৌরসভায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত।
আপডেটঃ ৩:১২ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৭ মার্চ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিন। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিন টি জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়।বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় পৌরসভার হল রুমে জন্ম দিন পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন মদন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুস ছালাম খান সেলিম।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুরজিৎ বৈশ্য, মদন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি শেখ মশিউর রহমান,মদন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন আকন্দ,পৌর সবার সকল কাউন্সিলরগন,ছাত্রলীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী গন।পরিশেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন পালন করেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলামঃ নেত্রকোনা।