১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫
আপডেটঃ ৫:১৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে ১৪ হাজার পিস ইয়াবা পাচারের সময় আল আমিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নগরীর বিমানবন্দর থানার বারইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত আল আমিন নগরীর শিরোইল কলোনির তিন নম্বর গলি এলাকার মো. আব্দুস সালামের ছেলে।বুধবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, যাত্রীবেশে রাজশাহী থেকে তানোরগামী লোকাল বাসে করে ১৪ হাজার পিস ইয়াবার চালান নিয়ে যাচ্ছিলেন ওই যুবক।গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।এসময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে প্লাস্টিকের ১৪টি প্যাকেট থেকে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।যার মূল্য প্রায় ৪২ লাখ টাকা বলে জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে ইয়াবার চালানটি কক্সবাজার থেকে এসেছে। লকডাউনের সময় ইয়াবাগুলো কক্সবাজারেই রাখা হয়েছিল। সম্প্রতি এসব ইয়াবা নাটোরে আসে। সেখান থেকে পরে রাজশাহীতে নিয়ে আসা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী আল আমিনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
IPCS News Report : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।