১০ দফা দাবিতে বিএনপির রাজশাহীতে বিভাগীয় সমাবেশ
আপডেটঃ ৫:৫২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ ও জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি জানান।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী