১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি
আপডেটঃ ১১:৪৯ পূর্বাহ্ণ | মার্চ ১৩, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।গ্রেফতারকৃতরা হলো মোঃ নাজিম উদ্দিন ও পারুল বেগম।এদের উভয়ের বাড়ি বি-বাড়ীয়া জেলা।তাদেরকে শনিবার (১২ মার্চ ২০২২) বিকাল ০৫:৩০ টায় মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করে ডিবি মিরপুর জোনাল টিম।অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বেলা সাড়ে পাঁচটায় তাজমহল কৃষি মার্কেটের মিনা জুয়েলার্সের সামনে পাকা রাস্তায় ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে নাজিম ও পারুল নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা।ডিএমপির মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
IPCS News : Dhaka : ডিএমপি মিডিয়া সেল।