১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মদনে মানববন্ধন
আপডেটঃ ১১:০১ পূর্বাহ্ণ | অক্টোবর ০৭, ২০২৪
শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার বিকালে উপজেলা পরিষদের সামনের সড়কে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বৈষম্য বিরোধী অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান বরাবর প্রেরণ করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,শিক্ষক নেতা মোজাম্মেল হক,কামরুজ্জামান রফিক,ইসমাহিল হোসেন,অলিউর রহমান,মোঃ আনোয়ার হোসেন রেন্টু,জিয়াউল হক,মোঃ মানিক মিয়া,সৈয়দ বিলাশ,তাহমিনা আক্তার,মোমেনা আক্তার চাকি,এনামূল হক আনার প্রমূখ।