হ্যান্ডবল খেলোয়াড়দের জ্ঞাতার্থে
আপডেটঃ ১১:২৭ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৫, ২০২২
নিউজ ডেস্কঃ
চট্রগ্রামে অনুষ্টিতব্য জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় রাজশাহী জেলা হ্যান্ডবল দল অংশ গ্রহন করবে।জেলা হ্যান্ডবল দল গঠনের জন্য আগামী ৯ জানুয়ারী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত হবে।নিম্নে লিখিত খেলোয়াড়গন ছাড়াও অন্য খেলোয়াড়গন এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।খেলোয়াড়গন হলেন যথাক্রমে নয়ন, সাব্বির, বাবু,লিমন, বাধন, রাকিব, সাইমুন, শাহরিয়ার, শিমুল,জিয়া, লজেন, আলামীন, মিঠু, বাবু, অপু, নাইম, মিনহাজ, মাইনুল, শামীম, ফয়সাল, রক্সি, রাসেল, রাব্বি, রশিদ,আকাশ, ইকবাল, সহিদুল ও মামুন।খেলোয়াড়গনকে উক্ত তারিখে দুপুর ২.৩০ মিনিটে ম্যানেজার মোঃ মামুনার রশীদ ও সহকারী ম্যানেজার মোঃ মরিরুল হক মুধার নিকট রির্পোট করার জন্য সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনুরোধ করেছে।
IPCS News : Dhaka : বাবুল :রাজশাহী।