রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হিলি রেলস্টেশনে ট্রেন ট্রাজেডি দিবস: শোক ও সচেতনতার বার্তা

আপডেটঃ ১১:২৩ পূর্বাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে প্রতিবছর ১৩ জানুয়ারি হিলি ট্রাজেডি দিবস পালিত হয়।১৯৯৫ সালের এই দিনে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাকে স্মরণ করে এ দিবস পালন করা হয়।

১৯৯৫ সালের ১৩ জানুয়ারি শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন। ঠিক সেই সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে ওই ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ট্রেনের যাত্রী ও রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত বহু মানুষ হতাহত হন।এই ট্রেন সংঘর্ষকে বাংলাদেশের রেলওয়ের স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। দুর্ঘটনায় ব্যাপক হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় স্টেশন ও ট্রেনের অবকাঠামো।প্রতিবছর হিলি রেলওয়ে স্টেশনে স্থানীয়রা এই দিনটিকে স্মরণ করে বিশেষ আলোচনা সভা, প্রার্থনা, এবং বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেন। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এদিন এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন।

হিলি ট্রেন দুর্ঘটনা আজও রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই ট্রাজেডি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

১৯৯৫ সালের সেই ভয়াবহ রাত এখনও হিলি এলাকার মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে রেখেছে, যা কখনোই মুছে যাবে না।

IPCS News : Dhaka :