হিলিতে রেলপথ অবরোধ, সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
আপডেটঃ ১০:১৮ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের অন্যতম রুট দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন।এ স্টেশন লাগোয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও দেশের দ্বিতীয় স্থলবন্দর রয়েছে।তবে দীর্ঘদিন ধরে স্টেশনটিতে স্টেশন মাস্টার ও ঢাকাগামী ট্রেনের স্টপেজ না থাকায় রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা।রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট অবরোধ করে রাখেন স্থানীয়রা।পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।আগামী এক মাসের মধ্যে রেলওয়ে স্টেশনটির আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনের স্টপেজ ও ভারত থেকে আমদানি করা পণ্য খালাস কার্যক্রমের অনুমতি না দিলে অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করার ঘোষণা দেন স্থানীয়রা।রেলপথ অবরোধ ও মানববন্ধনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, হিলি নাগরিক কমিটি, শিক্ষার্থীসহ স্থানীয়রা।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।