হামলা ও প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।
আপডেটঃ ১:৫১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে হামলা ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মাস্টারবাড়ি গ্রামে গত রবিবার সকালে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মাস্টারবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাফেজা লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে মাহিম ফুটবল খেলা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির রাব্বির সাথে ঝগড়া হয়।এর জেরে রাব্বি, আবু কালাম, কাজলী, উজ্জল, মোহাম্মদ আলী, ইমরান, সহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে এসে হামলা করে এ সময় আমাকে না পেয়ে আমার বোন ও বোনের ছেলে মেয়ে ও পরদেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।এক পর্যায়ে তাদেরকে দা ও কুড়াল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত।
বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।তাদের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনায় প্রতিপক্ষের আট জনকে অভিযুক্ত করে নরসিংদী কোর্ট মামলা করা হয়।মামলা করার পর থেকে প্রতিপক্ষ আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।বর্তমানে তারা আতঙ্কে আছেন বলে সংবাদ সম্মেলন জানান।ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী।