হাবিপ্রবিতে দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আপডেটঃ ৮:৫৯ অপরাহ্ণ | ডিসেম্বর ০৬, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিজয়ের মাসে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে এবং ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ-এর সহযোগিতায় হাবিপ্রবিতে “দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন“ বিষয়ক আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (৫ ডিসেম্বর-২০২২) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সভাকক্ষে উক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িতপ্রাপ্ত পরিচালক মো. মাইন উদ্দিন।
এ সময় হাব্রিবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।তিনি বলেন, বিজয়ের মাসের তাৎপর্যকে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।
একটি স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্ণিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০০৯ সালে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন।
সে অনুযায়ী তিনি দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করেছেন।স্বচ্ছ ও জবাবদিহিতামূলত প্রশাসন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন।দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এই দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।পরিশেষে তিনি উক্ত প্রতিযোগিতা আয়োজনের জন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।