সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই মুফতি আব্দুস সালামের মৃত্যু

আপডেটঃ ১২:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০২১

নিউজ ডেস্কঃ

সদ্য নির্বাচিত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।৮ সেপ্টেম্বর বুধবার সকালে শূরা কমিটির বৈঠকে তাকে ”মহাপরিচালক” নির্বাচিত করার কিছুক্ষণ পরেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।মাদ্রাসা সূত্রে জানা যায়, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সকাল ১০টার দিকে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়।বৈঠকে উপস্থিত ছিলেন মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা।বৈঠকে মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়।পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।জানা যায়, মুফতি আব্দুস সালাম শূরা কমিটির বৈঠকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

IPCS News Report : Dhaka