হাজী সেলিম পুত্র সোলাইমান সেলিম আটক
আপডেটঃ ১১:৫৮ পূর্বাহ্ণ | নভেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে। তিনি বিতর্কিত সাংসদ হাজী সেলিম এর ছেলে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, “সোলাইমান সেলিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই, তবে তার বিরুদ্ধে চকবাজার থানায় একটি হত্যা মামলার তদন্ত চলছে”। তিনি আরও বলেন, “আটক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আমি জানি না, তবে বুধবার মধ্যরাতে সিনিয়র কর্মকর্তারা তাকে থানায় এনে দিয়েছেন, আমরা তাকে শীঘ্রই চকবাজার থানায় হস্তান্তর করব“ বলেও তিনি উল্লেখ করেন। সোলাইমান সেলিমের অবস্থান এবং আটক সংক্রান্ত আর কোনো তথ্য প্রকাশ করেননি ওসি।
এদিকে, সোলাইমান সেলিমের বিরুদ্ধে অভিযোগ এবং মামলার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তার আটক হওয়ার খবরে রাজধানীজুড়ে আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা এই ঘটনার ওপর নজর রাখছেন, বিশেষত তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রকৃতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিমের বিরুদ্ধে তদন্ত চলমান, এবং যেকোনো ধরনের আইনগত পদক্ষেপ শিগগিরই গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : নিজস্ব প্রতিবেদক।