হাঁস চুরির জের ধরে আগুন: নবাবগঞ্জে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি
আপডেটঃ ২:০৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুনহাটি গ্রামে আকবর তালুকদারের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়।ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আকবর তালুকদারের স্ত্রী শামসুর নাহার অভিযোগ করেন, বাড়ি খালি থাকার সুযোগে ৮ ডিসেম্বর সকালে তাদের বাড়ি থেকে ৪টি চিনা হাঁস চুরি হয়। প্রতিবেশী স্বপনের ছেলে আকাশকে হাঁস চুরি করতে দেখেছে বলে জানান তার ছেলে সজিব ও অন্যান্য প্রতিবেশীরা।এই অভিযোগ নিয়ে শুক্রবার সকালে প্রতিবাদ করতে গেলে আকাশ ও তার সহযোগীরা সজিবকে মারধর করে পুকুরে ফেলে দেয় এবং হত্যার হুমকি দেয়।শুক্রবার রাতেই আকবর তালুকদারের গোয়াল ঘরে আগুন ধরে যায়।প্রতিবেশীরা ডাকচিৎকার শুনে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই গোয়ালে থাকা গবাদি পশুগুলো পুড়ে মারা যায়।শামসুর নাহার সন্দেহ করছেন, পূর্ব শত্রুতার জেরেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
ঘটনার পর নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।থানার অফিসার ইনচার্জ মমিনুর ইসলাম বলেন, “ঘটনাটি জানার পর ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি।অভিযুক্তদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করছেন ভুক্তভোগী পরিবার।
IPCS News : Dhaka :