সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

আপডেটঃ ৩:০৪ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০২১

নিউজ ডেস্ক

১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করেন।শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১০৪টি স্বর্ণের বার ও অলংকার জব্দ করা হয়েছে।যার ওজন ১২ কেজি, এবং বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে আসা হয়েছিল।তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

IPCS News : Dhaka :