সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

স্বাস্থ্য খাতে নতুন উদ্যম: ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন!

আপডেটঃ ১০:৪৭ পূর্বাহ্ণ | অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল কলেজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মাধ্যমে ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।উদাহরণস্বরূপ, কর্নেল মালেক মেডিকেল কলেজকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নামও পরিবর্তন করে যথাক্রমে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ রাখা হয়েছে।

এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

IPCS News : Dhaka