স্বস্তির বৃষ্টিতে আরামদায়ক অবস্থায় দিনাজপুরের মানুষ
আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | মে ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- “তিব্র গরম ও তাপপ্রবাহের যেন অবসান হলো” স্বস্তির বৃষ্টিতে আরামদায়ক অবস্থায় দিনাজপুরের মানুষ।বুধবার ১৭ মে ২০২৩ ভোর রাতে সকাল ৬ টা পর্যন্ত বৃষ্টি হয় মেঘলা আকাশ ও হালকা ঠান্ডা বাতাসে শীতল হয়েছে প্রানীকূল স্বস্তি ফিরেছে দিনাজপুরের জনজীবনে।দিনাজপুরে ঘুরে দেখা গেছে, বৃষ্টি পেয়ে অনেক খুশি মানুষ।দিনাজপুর ১ নং চেহেলগাজী ইউনিয়নের শ্রমিক মো.আকাশ আকরাম বলেন, বৃষ্টি পেয়ে অনেক ভালো লাগছে এই তো গতকাল গরমে অনেক সমস্যায় ভুগছিলাম কিন্তু এই বৃষ্টি যেন সব কষ্ট কে ভুলিয়ে দিয়েছে এখন খুব আরাম ঠান্ডা বাতাসে খুব ভালো লাগছে।দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান জামান আসাদ জানান,গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৮ থেমে ৩৯ এর মধ্যে ওঠানামা করছিল।আজকের বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে এসেছে।মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস।বুধবার তা কমে ৩৪ ডিগ্রিতে নেমেছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।