স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামীলীগের আনন্দ র্যালী
আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | জুন ২৫, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আত্ম-মর্যাদা ও আত্ম-বিশ্বাসের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরে আনন্দ র্যালী করেছে শহর ও সদর উপজেলা আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।মনিবার (২৫ জুন ২০২২) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় হতে এক আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোর এ শহীদ বড়ময়দানে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে অংশ নেয় নেতাকর্মীরা।র্যালীতে অংশ নেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন।
আরো অংশ নেন, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক মাহমুদুল হক কোরায়শি দুলালসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও র্যালীতে অংশ নেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।
র্যালী শেষে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন নেতাকর্মীরা।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।