স্ত্রীর উপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
আপডেটঃ ১:৪১ অপরাহ্ণ | জুন ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাঘায় স্ত্রীর উপর অভিমান করে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেল গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।তার নাম মতিউর রহমান (২২), সে রেল গেট পাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, মতিউর রহমান প্রায় বছর দুয়েক আগে বিয়ে করেন।তাদের একটি দুই মাসের সন্তান রয়েছে।কিছুদিন আগে স্বামীর উপর রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চয়ে যান।স্ত্রীকে নানা ভাবে বুঝিয়ে বাড়িতে আনতে তিনি ব্যার্থ হন।এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন রেল লাইনের উপরে যান মতিউর।এ সময় ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
আড়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য তুজাম উদ্দিন জানান, সে ট্রেনে ফেরি করে বাদাম বিক্রি করতো।এবং সে দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভূগছিলেন।এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ওসি হারুনুজ্জামান রুমেল জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।