স্ত্রীকে খুনের ২৫ বছর পর নিজেই খুন হলেন কারামুক্ত আসতুল
আপডেটঃ ৭:২৯ অপরাহ্ণ | মে ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাঘায় আজিজুল আলম (আসতুল) (৫৭) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১২ মে) উপজেলার চক আমোদপুর গ্রামের শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।সে উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে।পুলিশ জানায়, শুক্রবার সকালে একই গ্রাামের আমজাদ হোসেনের ছেলে খায়রুল ইসলাম পুকুরের ধার দিয়ে যাওয়ার পথে তার মরদেহ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়।স্থানীয়রা মরদেহটি আজিজুল আলম (আসতুল) এর বলে শনাক্ত করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের বড় ছেলে ফারুক হোসেন জানান, ১৯৯৮ সালে তার পিতা আজিজুল আলম (আসতুল) তার মা পারুল বেগমকে কুপিয়ে হত্যার দায়ে যাবত জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিল।
বছর দু’য়েক আগে করোনাকালীন সময়ে বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি পায়।বাড়িতে আসার পর থেকেই তার পিতা মানষিক ভারসাম্যহীন ভাবে এখানে সেখানে ঘুরে বেড়াতো।যার কারনে তাকে শিকলবন্দী করে বাড়িতে রাখা হতো।মাস খানেক আগে ঘরের জানালা ভেঙ্গে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।তারপর থেকে বাড়িতে থাকতোনা এলাকার গাছতলায় থাকতেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম জানান, মরদেহের মাথা, মুখ, চোখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে ধারণা করা হয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে এবং তার ছেলে তারেক রহমান সনিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।