সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সৌদি আরব-ইসরাইল চুক্তির সম্ভাবনা: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তাপ বৃদ্ধি

আপডেটঃ ১১:০১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন, যা ইতিহাসে আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত।এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবকে একই কূটনৈতিক পথে আনার প্রচেষ্টা শুরু হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প প্রশাসনের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইটকফ সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। গত বুধবার (১১ ডিসেম্বর) তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।অ্যাক্সিওস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই বৈঠকে মার্কিন-সৌদি সম্পর্ক, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ এবং সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে আলোচনা হয়েছে।

সৌদি আরব বরাবরই বলে আসছে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।সম্প্রতি ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ বলেছেন, “ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোনো দৃশ্যমান পদক্ষেপ ছাড়া স্বাভাবিকীকরণ অসম্ভব।”

গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা। গত ১৪ মাসের সংঘর্ষে আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।অবরোধের কারণে খাদ্য, পানি ও ওষুধের অভাবে মারা যাওয়া মানুষের সংখ্যা এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।ইসরাইল দাবি করেছে, তারা হামাসকে নির্মূল করতে এবং বন্দি জিম্মিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।তবে মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ফিলিস্তিনের শর্ত থেকে সরে আসে, তবে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।একইসঙ্গে এসব চুক্তি মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান আরও শক্তিশালী করবে, তবে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্ন হয়তো চিরতরে ম্লান হয়ে যাবে।

মুসলিম বিশ্বে এই পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।সৌদি আরবের ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে, তা নিশ্চিত।

IPCS News : Dhaka :