সেন্টিনেন্স‘র বিরুদ্ধে ফাইটার রাজশাহীর বড় জয়।
আপডেটঃ ১০:১৬ অপরাহ্ণ | জুন ১৩, ২০২২
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি: টানা দুই খেলার পরাজয়ের পর ১ম জয়ের মুখ দেখলো গতবারের চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহী।রোববার এএইচএম শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় সেন্টিনেস্ট এসবিআই কে ৯ উইকেটে পরাজিত করে ফাইটার রাজশাহী।তারকা খেলোয়াড়দের নিয়ে পর পর দুম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখলো ১ম বারের চ্যাম্পিয়ন দলটি।বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকার, সাইফুদ্দিন ও ইমরুল কায়েশদের নিয়ে প্রথমে নেশন কেট ও পরে মুক্তি সংঘের কাছে পরাজয় বরণ করে নিজেদের বিপদ ডেকে আনে ফাইটার রাজশাহী।অবশেষে সেন্টিনেন্স‘র বিরুদ্ধে বড় জয় নিয়ে টুর্ণামেন্টে টিকে থাকার ইঙ্গিত দিল ফাইটার রাজশাহী।টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফাইটার রাজশাহী অধিনায়ক সাব্বির হোসেন।অধিনায়কের সিদ্ধান্তের সঠিক প্রমান করে দলের বোলাররা।
নির্দ্ধারিত ২০ ওভারের সেন্টিনেন্স ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০৩ রান করে।দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার শফিউল ইসলাম।
এছাড়াও ফরেন কোটার খেলোয়াড় আল আমিন জুনিয়ার ১৯ বলে ২২ রান করেন।ফাইটার রাজশাহী রশিদ ৯ রানে ৪টি ও দিলদার ২৩ রানে ৩টি উইকেট লাভ করেন।
১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের উইকেট হারিয়ে ৯.৫ ওভারের ১০৪ তুলে জয়ের লক্ষে পৌছে যায় ফাইটার রাজশাহী।দলের পক্ষে সুমন ৩৩ বলে অপরাজিত ৬০ রান করেন।
এছাড়াও সাব্বির হোসেন ১৮ বলে ২৫ রান করেন।সেন্টিনেন্স‘র দেলোয়াড় ১০ রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেন।আজ সোমবার ১ম খেলায় অংশ নিবে নেসন কেট ও শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।
দিনের অপর খেলায় অংশ নিবে মুক্তি সংঘ ও সেন্টিনেন্স এসবিআই।
IPCS News : Dhaka : কবির তুহিন : রাজশাহী।