“সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয়ের বিশেষ মতবিনিময়”
আপডেটঃ ২:৪০ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২২
নিউজ ডেস্কঃ
গত ১৩-০৪- ২০২২ তারিখ বেলা ২.৩০ টায় রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মোড়ে আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতরকে সামনে রেখে সূষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্মানিত নাগরিক ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
মতবিনিময় সভায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসন করে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি সুষ্ঠু ও সুন্দর করা যায় সে বিষয়ে উপস্থিত নাগরিকগন ও সাংবাদিকগনের মধ্য থেকে অনেকেই মতামত দেন।
সম্মানিত ডিআইজি তার বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে রাজশাহীতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।খুব শীঘ্রই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতেও পুলিশ তৎপর রয়েছে।পণ্যবাহীসহ যে কোন গাড়িতে কেউ চাঁদাবাজি বা হয়রানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের কোন সদস্য অনিয়ম ও অপরাধের সাথে জড়িত হলে অনুসন্ধান সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান ও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানান।
রাজশাহীতে কোন অনিয়মের বিষয়ে কেউ তথ্য দিতে চাইলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পাশাপাশি রেঞ্জ কন্ট্রোল এর ০১৩২০-১২২৪৯৮ নম্বরে তথ্য দেবার আহবান জানান।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার : জেলা বিশেষ শাখা : রাজশাহী।