সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় ৩১ বিজিবি’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

আপডেটঃ ৮:৩০ অপরাহ্ণ | জুন ৩০, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় ৩১ বিজিবি’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোণা ব্যাটালিয়ান (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, বিজিবির সদর দপ্তর চিকিৎসা শাখার নির্দেশনায় ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার ময়মনসিংহের তত্বাবধানে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির আওতাধীন ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার  মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আজ বৃহস্পতিবার দিনব্যাপী অসহায় ও দুস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন  ৩১ বিজিবির অধিনায় লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া, মেডিকেল অফিসার, ষ্টাফ অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্পে বন্যা কবলিত ১২ শত জন মানুষকে পরীক্ষা নিরীক্ষার পর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ৬৫ টি গ্রুপের ২১ হাজার ৫ শতটি ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও ক্রীম বিতরণ করা হয়। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।