মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ড অগ্নি-দুর্ঘটনায় নিখোঁজ ও হতা-হতদের নামের তালিকা

আপডেটঃ ৪:৪৮ অপরাহ্ণ | জুন ০৬, ২০২২

নিউজ ডেস্কঃ

সীতাকুণ্ড অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীদের নামের তালিকা:- ১।জনাব মোঃ রানা মিয়া, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-মানিকগঞ্জ (নিহত)।২।জনাব মনিরুজ্জামান, নার্সিং অ্যাটেনডেন্ট, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-কুমিল্লা (নিহত)।৩।জনাব আলাউদ্দিন, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-নোয়াখালী (নিহত)।৪।জনাব মোঃ শাকিল তরফদার, কুমিরা ফায়ার স্টেশন (নিহত)।৫।জনবা মিঠু দেওয়ান, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)।৬।জনাব মোঃ ইমরান হোসেন মজুমদার, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-চাঁদপুর (নিখোঁজ)।৭।জনাব শফিউল ইসলাম, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-সিরাজগঞ্জ (নিখোঁজ)।৮ জনাব নিপন চাকমা, লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)।

৯।জনাব রমজানুল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-শেরপুর (নিহত)।১০।জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ার-ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-ফেনী (নিহত)।১১।জনাব মোঃ রবিউল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-নওগাঁ (নিখোঁজ)।

১২।জনাব ফরিদুজ্জামান, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রংপুর (নিখোঁজ)।উল্লেখ করা প্রয়োজন, ১২ জন নিখোঁজ আছেন।ডেডবডি পাওয়া গেছে ৯ জনের।এর মধ্যে পরিচয় শণাক্ত করা গেছে ৮ জনের। বাকি নিখোঁজ ৪ জনের মধ্যে উদ্ধারকৃত ডেডবডি কার তা এখনো শণাক্ত করা যায়নি।

এছাড়া ফায়ার সার্ভিসের আহত ১৫ জন কর্মীকে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এর মধ্যে গুরুতর আহত ২ জনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

IPCS News : Dhaka : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।