সীতাকুণ্ডে গুরুতর আহত চিকিৎসাধীন ফায়ার ফাইটার গাউসুল আজমের মৃত্যু, অধি-দপ্তরে জানাজা সম্পন্ন, মহা-পরিচালকের শ্রদ্ধা জ্ঞাপন
আপডেটঃ ১০:০৩ অপরাহ্ণ | জুন ১৩, ২০২২
নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি নির্বাপণকালে কেমিক্যাল বিম্ফোরণ জনিত দুর্ঘটনায় গুরুতর আহত সীতাকুন্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার গাউসুল আজম গতকাল ১২ জুন ২০২২ খ্রি. ভোর-রাত ০৩-০০ ঘটিকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
একই দিন বিকেল ০৩-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে।জানাজা অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপসচিব জনাব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এর আগে জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস অধি-দপ্তরের মহা-পরিচালক শহিদ ফায়ার-ফাইটার গাউসুল আজমের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এর পর তিনি শহিদ গাউসুল আজমের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকলকে শহিদ ফায়ারফাইটার গাউসুল আজমের জীবন-বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়।এর পর মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর ভগ্নিপতি জনাব মিজানুর রহমান সংক্ষেপে বক্তব্য দেন এবং পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন।
নামাজে জানাজা শেষে সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোর অগ্নি দুর্ঘটনায় শাহাদত বরণকারী ৯ জন ফায়ার-ফাইটারসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে জাতির পিতা ও ১৫ আগস্ট তাঁর পরিবারের সকল শহিদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
উল্লেখ্য, শহিদ ফায়ার-ফাইটার গাউসুল আজমের মরদেহ যশোরের মনিরামপুরে সমাহিত করা হয়।
ফায়ারফাইটার গাউসুল আজম-এর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
ফায়ারফাইটার গাউসুল আজম ১৯৯৯ সালের ২২ জুন সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানার মাগুরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আজগর আলী এবং মায়ের নাম আসিয়া বেগম।
গাউসুল আজম ২০১৮ সালের ১৫ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অগ্নিসেনা হিসেবে যোগদান করেন।কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।
সবশেষ তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
মহা-পরিচালক মহোদয়ের সানুগ্রহ উদ্যোগে তাঁকে প্রথমে চট্টগ্রাম সিএমএইচে এবং পরে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আজ ১২ জুন ভোর-রাত ৩-০০ ঘটিকায় তিনি সেখানে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ছিলেন। তাঁর ৫ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।বাবা-মায়ের ২ ছেলে-মেয়ের মধ্যে গাউসুল আজম ছিলেন কনিষ্ঠ।
IPCS News : Dhaka : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।