সিপিএসসি, র্যাব-৫ রাজশাহী, ও সেনাবাহিনীর যৌথ অভিযান: ওয়ান শুটার গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার।
আপডেটঃ ১২:৫৭ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সিপিএসসি র্যাব-৫ রাজশাহী ও সেনাবাহিনী নগরীতে যৌথ অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।র্যাব-৫ রাজশাহী জাানায় গোপন তথ্যের উপর ভিত্তি করে গত সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে র্যাব-৫ ও সেনাবাহিনী নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে শুটারগান ২, টিপ চাকু ৩, চাইনিজ কুড়াল ১০, রোহার হাসুয়া ৩ ও ধারালো অস্ত্র ২টি উদ্ধার করেছে।উদ্ধারকৃত আলামত গুলো নগরীর বেলপুকুর থানায় জিডিমুলে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিফ্রিংয়ে র্যাব-৫ রাজশাহী জানান
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।