সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সিনিয়র সিটিজেনদের মেট্রোরেলে ছাড়মুল্যে টিকিট প্রদানে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ

আপডেটঃ ১১:৩১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী ব্যুরো:- মেট্রোরেলে ছাড়মুল্যে টিকিট প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটি।গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) কমিটির সচিব প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান মন্ত্রীর প্রতি এই অনুরোধ জানান।সংবাদ বিজ্ঞিতে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়নে দাবি আদায় কমিটির পক্ষ থেকে জানানো হয়, পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় মেট্রোরেলে সিনিয়র সিটিজেনদের হ্রাস মুল্যে টিকিটসহ আসন সংরক্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি।সংবাদ বিজ্ঞিতে আরও বলা হয়,  ইতোমধ্যে দাবি আদায় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পকিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির নিকট ডাকযোগে লিখিত আকারে পৃথকভাবে এই আবেদন পাঠনো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়- মেট্রোরেল বাংলাদেশের জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক এবং অনন্য নজীরবিহীন ঘটনা যা বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।বাংলাদেশে মেট্রোরেল পদ্মা সেতুর মতোই আরেক উন্নয়নের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ আর ইচ্ছায় নবম জাতীয় সংসদে বাংলাদেশের দেড় কোটির বেশী সিনিয়র সিটিজেন তথা প্রবীণদের জন্য ‘জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩’ অনুমোদন করা হয়েছিলো।কিন্তু সুদীর্ঘ প্রায় এক দশক পেরিয়ে গেলেও এই প্রবীণ নীতিমালা বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এই নীতিমালার ৮ নং অনুচ্ছেদের (৯) উপ অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সকল প্রকার সরকারি বা বেসরকারি যানবাহনে সিনিয়র সিটিজেনদের হ্রাস মুল্যে টিকিট সংগ্রহসহ আসন সংরক্ষণ করার বিষয়টি সুনিশ্চিত করা আছে।

সংবাদ বিজ্ঞিতে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন সংক্রান্ত দাবি আদায় কমিটি পক্ষ থেকে মেট্রোরেল চালুর প্রথম দিন আগামী ২৯ ডিসেম্বর থেকেই প্রবীণ ব্যাক্তিদের হ্রাস মুল্যে টিকিট পেতে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।  

দাবি আদায়ের লক্ষ্যে পাঠানো বিবৃতিতে অন্যদের মধ্যে স্বাক্ষর করেন-কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড কাজী খায়রুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার, সদস্য জাহাঙ্গীর রাজ্জাক, মুরতজা রেজা কোরাইশী মানিক মুনতাজুর রহমান, রফিকুজ্জামান বেল্টু, মনজুর মোর্শেদ হাসান চুন্না, নজরুল ইসলাম, টিপু সুলতান, শহীদুল ইসলাম দুলাল, ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার প্রমুখ।

IPCS News : Dhaka : আমজাদ হোসেন শিমুল : রাজশাহী।