সিটে বসা যাত্রীর সামানে দাঁড়ানোর অপরাধে পিটিয়ে খুন
আপডেটঃ ১২:২০ অপরাহ্ণ | জুন ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- ঢাকা গামী ঢাকা মেইলের শেষ বগিতে ওঠার পর জানালার পাশে দাঁড়াতে চেয়েছিল এক ব্যক্তি।সিটে বসা লোক তাকে দাঁড়াতে দিবে না।কিছু না বলেই ধাক্কা মেরে ফেলে দেয়।ওই ব্যক্তি উঠে জিজ্ঞেস করলো ধাক্কা মারলেন কেনো ? তাতেই ক্ষিপ্ত হয়ে সিটে বসা লোক এলোপাথাড়ি কিল ঘুসি মারে।পরে ওই যাত্রী সেন্সলেস হয়ে যায়।সবাই মিলে নরসিংদী স্টেশন নামিয়ে দিলে কিছু মানুষ সদর হাসপাতালে নিয়ে যায়৷কর্তব্যরত ডাক্তার তাকে মৃত হিসেবে ঘোষণা করেন।ঘটনাটি ঘটেছে ৬ জুন বৃহশ্পতিবার সকালে ঢাকা গামী চলন্ত ঢাকা মেইল ট্রেনের ভেতরে।জানা গেছে, নিহত ব্যক্তির নাম ঝুমুর কান্তি বাউল (৫২) পিতা প্রত্যুত কুমার বাউল, ঠিকানা: বীর পুর, (বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপজিটে রেল লাইনের দক্ষিণ দিকে নরসিংদী সদর, নরসিংদী।ঢাকায় রেলওয়ে পুলিশের হাতে আটক হওয়া খুনি ব্যক্তি মনজুর (৫৫), পিতামৃত হাফেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।উক্ত ব্যক্তি এখন পুলিশের হেফাজতে আছ।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাাজশাহী।