সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত: আপিল বিভাগের আদেশ

আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ

সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।একই মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে।মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ দেন।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমানকে খালাস দেন।তবে ওই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।দুদক বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৬ সালে হাইকোর্ট তা বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ২০ কোটি টাকা জরিমানা করেন।এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে চলমান প্রক্রিয়ার মধ্যে সাজা স্থগিতের আদেশ এলো।

২০১৯ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি ১২ কোটি টাকা অর্থদণ্ড দেন।এ ছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা প্রায় ছয় কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।এই আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে সর্বশেষ আপিল বিভাগ সাজা স্থগিত করেছেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মো. জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন এবং অ্যাডভোকেট আজমল হোসেন।আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগ এই সাজা স্থগিত করায় মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর হবে না।

মামলার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।তারেক রহমানের আইনজীবীরা এই আদেশকে ন্যায়বিচারের প্রতি আস্থা পুনঃস্থাপন হিসেবে দেখছেন।অন্যদিকে, দুর্নীতি দমন কমিশন মামলাটি নিয়ে তাদের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে।

IPCS News : Dhaka :