সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সার্ভার জটিলতা, রেলের টিকিটের জন্য দুর্ভোগ চরমে

আপডেটঃ ১:৫২ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- অনলাইনে ট্রেনের টিকিট কিনতে বিপাকে পড়েছেন যাত্রীরা।চেষ্টার পরেও টিকিট পাচ্ছেন না তারা।রেলওয়ের সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না, আর কোনমতে প্রবেশ করলেও তৈরি হচ্ছে নানা জটিলতা।ধিক যাত্রীর চাপে লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট।মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইটটি কাজ করেনি।হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।এর আগে একবার প্রবেশ করা গেলেও দ্বিতীয় বার প্রবেশ করা যায়নি।এনিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।অন্যদিকে, কাউন্টারেও হাজারো যাত্রীদের ভিড়।সার্ভার জটিলতায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না টিকিট।যাত্রীদের অভিযোগ, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই অনলাইনে প্রবেশ করা যাচ্ছে না।কাউন্টার থেকেও টিকিট পাচ্ছি না।রেলওয়ের চরম অব্যবস্থাপনার কারণে আমরা সাধারণ যাত্রীরা কষ্ট পাচ্ছি।

অনলাইনে একাধিকবার টিকিট কাটার চেষ্টা করেও ব্যর্থ হয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের কাউন্টারে টিকিট কাটতে এসেছেন সাইদুর রহমান।তিনি বলেন, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সার্ভারে ঢুকতে পারিনি।পরে বাধ্য হয়ে স্টেশনে এসেছি টিকিট কাটতে।কিন্তু এখানেও একই অবস্থা। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি।লাইন এগোচ্ছে না।

একটি টিকিট কাটতে তাদের সময় লাগছে ২০-৩০ মিনিটের মতো।এমন হলে তো দুপুর গড়িয়ে গেলেও টিকিট পাবো না।রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সেবা দানে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগছে।ছয় থেকে সাত দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে।রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার  বলেন, সার্ভারে একটু সমস্যা করছে।

সরাসরি যারা টিকিট নিতে আসছেন তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করে টিকিট দিচ্ছি।তাদের কোনো সমস্যা হচ্ছে না।কিছুদিন গেলে যাত্রীরা স্বাভাবিকভাবেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবে।তিনি আরো বলেন, নতুন পদ্ধতি, তাই সমস্যা হচ্ছে, একটু কষ্ট তো হবেই।সার্ভারের কাজ চলছে তাই বন্ধ রয়েছে।কাজ চলার সময় বন্ধ থাকে।

পরে আবার স্বাভাবিক হয়।এছাড়াও আমরা সর্বাত্মক  যাত্রীদের সডহযোগিতা করছি।যাত্রী যাত্রীদের কোনো কষ্ট না হয়।ট্রেনের টিকিট কাটার নতুন সিস্টেম তৈরি করেছে সহজ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যা চালু হওয়ার পর থেকেই নানা সমস্যায় পড়েছেন যাত্রীরা।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।