সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে গণ-মাধ্যম কর্মীদের মানব-বন্ধন
আপডেটঃ ৩:৪৯ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২১
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :- সারাদেশে হিন্দুদের বাড়ি, মন্দির ও মন্ডপে হামলা, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে রাজশাহীর কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।এ সময় সাংবাদিক নেতারা বলেন, দ্রুত সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে ও দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।আমাদের দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনো ঠাঁই নাই।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।সবসময় এসব উগ্রবাদীদের প্রতিহত করতে হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।