রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১২:০১ অপরাহ্ণ | জানুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর নির্বাহী কমিটির সভা ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কাজের পরিবেশ উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া, সাংবাদিকদের অধিকার ও সুবিধা সংক্রান্ত বিষয়ে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব জি এম হিরু বলেন, “আজকের এই সভা আমাদের একতা এবং শক্তির প্রতীক।সাংবাদিক সমাজ একত্রে কাজ করলে আমরা পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে পারব।”

সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপণ বলেন, “আজকের এই সভা কেবল একটি মিলনমেলা নয়, এটি একটি নতুন দিনের সূচনা।আমাদের অঙ্গীকার হলো সাংবাদিকদের মর্যাদা এবং অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করা।”সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, যা সমাজের চিত্র পরিবর্তন করার ক্ষমতা রাখে।আমাদের কাজ শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, বরং ন্যায়বিচার ও সঠিক তথ্য নিশ্চিত করার জন্য কাজ করা।”

তিনি আরো বলেন, “সমাজে সাংবাদিকদের ভূমিকা শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে আমরা সমাজের কল্যাণে অবদান রাখতে পারি। সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি, যা দিয়ে আমরা সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাব।”অনুষ্ঠানে সহ-সভাপতি সাদাকাত আলী খান, মোঃ কোরবান আলী সহেল, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান, মোঃ আতিউর রহমান, নির্বাহী সদস্য মোঃ নূর ইসলাম নয়ন, কোষাধক্ষ্য বেলাল হোসেন রাজু, মোঃ আবু কাওছার, বেলাল হোসেন জয়, আবেদ আলীসহ ইউনিয়নের সকল নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।