সহায়ক বই মুদ্রণ বন্ধে এনসিটিবির কড়া নির্দেশনা, তদন্ত কমিটি গঠন
আপডেটঃ ১২:২৯ অপরাহ্ণ | ডিসেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সারা দেশে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই, নোট এবং গাইড বই মুদ্রণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।ঢাকার প্রধান কার্যালয় থেকে বুধবার (৪ ডিসেম্বর) এই নির্দেশনা জারি করা হয়।
এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ কার্যক্রম চলছে।এই গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্ন রাখা একটি জাতীয় দায়িত্ব।তাই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছানোর আগ পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
পাণ্ডুলিপি ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এনসিটিবি।কমিটির নেতৃত্বে রয়েছেন সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।এছাড়া, এনসিটিবির সফটকপি সরবরাহ এবং এ কাজে জড়িত কর্মকর্তাদের ভূমিকা যাচাইয়ের পাশাপাশি ঢাকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।সরকারের এই কঠোর পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
IPCS News : Dhaka :