সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সহপাঠীদের অশ্রুসিক্ততায় রাবি শিক্ষার্থী শাহরিয়ারের শেষ বিদায়

আপডেটঃ ৫:০৬ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাজী:- সহপাঠী, শিক্ষক, আত্মীয়-স্বজন ও অন্যান্য শিক্ষার্থীদের চোখের পানিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের উপর থেকে পড়ে মারা যাওয়া শাহরিয়ারের জানাযা হয়েছে।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় রাবির কেন্দ্রীয় মসজিদ চত্বরে জানাজা শেষে তার মরদেহ লাশবাহী গাড়িতে গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায় উদ্দেশে নিয়ে যাওয়া হয়।জানা যায় শাহরিয়ারের বড় ভাই গোলাম শাহরিয়ার সাকি বলেন, ‘আমার স্নেহের ভাইয়ের কফিনের যে ওজন তা নিতে পারবো কিনা জানি না।তাকে সবাই ক্ষমা করি দিয়েন।তার সহপাঠী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা তাকে এভাবে ভালোবাসা ও সহানুভূতি প্রদানের জন্য।আমার ভাই এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা শোক কাটিয়ে উঠতে পারি।

বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘মানুষের মৃত্যু অবধারিত।তবে এভাবে আমার ছাত্রের মৃত্যু, শিক্ষক হিসেবে কখনো চাইনা।ওর আচরণের কেউ কষ্ট পেলে তাকে ক্ষমা করে দেবেন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ যেকোনো ধরনের সহযোগিতা আমরা প্রস্তুত রয়েছি।

গতকাল (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের উপরের দিক থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক শিক্ষার্থী আহত হন।পরে শিক্ষার্থীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।

শাহরিয়ার বিশ্ব-বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।